আইন-শৃঙ্খলা রক্ষা ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯শে এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।