ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-৩০ ১৪:০৯:২১

প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার পক্ষ থেকে গতকাল ৩০শে এপ্রিল বিকালে ৪০টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। 

  রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এর মধ্যে মধ্যে ছিল ১টি করে মুরগী, পোলাওয়ের চাল, চিনি, সেমাই, তেল, দুধ, আলু, পেঁয়াজ, সাবান ও শ্যাম্পু। এ সময় প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সহ-সভাপতি অনুপ কুমার দাস, সাধারণ সম্পাদক ফয়সাল শেখ, সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র সিংহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মহসীন মৃধা, অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, সদস্য শাখাওয়াত হোসেন ও সানজিদা কণা প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদের আগে বন্ধুসভা থেকে উপহার পেয়ে অনেকেই আপ্লুত হয়ে পড়েন।

  বৃদ্ধা ফুলজান বিবি। রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় মর্গের পাশে থাকেন। তিনি বলেন, ‘কাজকাম কিছুই করতে পারি না। ঈদের বাজার করবো টাকা পাবো কোথায়। রাস্তায় ও দোকানে দোকানে ঘুরছিলাম। একজন বললো, বন্ধুসভা বাজার দিবে। শুনে আসলাম। আমার কাছে স্লিপ ছিল না। কিন্তু আমাকে একটি প্যাকেট দিয়েছে। মুরগীও দিয়েছে। ঈদের দিন ভালোভাবে খেতে পারবো।’

  রাফেজা বেগম বলেন, ‘পাঁচ মেয়ে নিয়ে আমার সংসার। তেমন আয়-রোজগার নেই। প্রথম আলো বন্ধুসভা থেকে ঈদের বাজার পেলাম। খুব ভালো লাগছে। টাকা না থাকায় ঈদের বাজার করতে পারি নাই। এখন মেয়েদের নিয়ে গোশত-পোলাও খেতে পারবো। কি যে ভালো লাগছে তা বোঝাতে পারবো না।’

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ