ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী বাজারের ২টি মুদী দোকানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১১ ১৫:৫৭:৫৪

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ১১ই মে রাজবাড়ী বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে যথাযথভাবে পণ্যের মোড়কজাতকরণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রাজবাড়ী বাজারের কলেজ রোডের মেসার্স লোকনাথ ভান্ডার নামক মুদী দোকানকে ৫হাজার টাকা এবং ফল বাজার এলাকার স্বর্ণকমল মার্কেটের সৌরভ স্টোর নামক আরেকটি মুদী দোকানকে ২হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে রাজবাড়ী বাজারের ভোজ্য তেলের পাইকারী ও খুচরা বিক্রির প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। 

রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে পাট্টা ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ