ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে পাট্টা ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-০৭ ০০:০৬:৪৪

 রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ৪ঠা মে সকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টাজোনা বিশ্বাস বাড়ি প্রাঙ্গণে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 রাজবাড়ী জেলা তথ্য অফিসের তথ্য অফিসার রেখা’র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে পাট্টাজোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজা আক্তার বক্তব্য রাখেন।

 এ অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। 

 জানা গেছে, আয়োজিত মহিলা সমাবেশে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, পরিবেশ সুরক্ষা, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন, সরকারি শিক্ষা সহায়তা কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ