রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল ১৮ই মে সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে আলেম উলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, প্রধান বক্তা হিসেবে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবির বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুনসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শতাধিক ইমাম ও আলেম ওলমাগণ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ একরামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ইমামদের উদ্দেশ্য বলেন, দেশে যেন জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি না হয় সেদিকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইমাম সাহেবদের ভূমিকা রয়েছে। ইসলাম পরকাল ও ইহকাল দুইটার কথা বলে। ইহকালে আমার কি করা উচিত বা কি করতে হবে তেমনি পরকালের কথাও আমাদের ভাবতে হবে। ইহকালের জন্য ও পরকালের জন্য ইমাম ও আলেম ওলামারা হচ্ছে পথপ্রদর্শক। আপনারা যখন এ বিষয় গুলো নিয়ে কথা বলেন আমরা অনেক গুরুত্ব দিয়ে শুনি। আপনারা যখন খুতবা পাঠ করেন সেই খুতবায় অবশ্যই পরকালের কথা বলবেন। আপনাদের জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে হবে, উগ্রবাদের বিরুদ্ধে বলতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতে হবে। আপনাদের নারী শিক্ষার জন্য বলতে হবে, বাল্য বিবাহের কুফল সম্পর্কে বলতে হবে। আপনাদের মাদকের বিরুদ্ধে বলতে হবে। আপনারা এই কথা গুলো বললে মানুষ অনেক বেশি মনোযোগ দিয়ে শুনে এবং আতস্থ করে।
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) রেজাউল করিম বলেন, আপনারা যারা ইমাম সাহেব ও আলেম ওলামাররা রয়েছেন তারা সমাজে অনেক সম্মানীয় ব্যক্তি ও গ্রহ্যনযোগ্য ব্যক্তি। আপনারা একটি কমিউনিটি, একটা মসজিদ, একটি গ্রামকে নেতৃত্ব দিয়ে থাকেন। আপনাদের মাধ্যমেই একটি এলাকা, একটি গ্রাম, একটি মসজিদ, একটি কমিউনিটির মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। তাই আপনারা বিভিন্ন ওয়াজে, মাহফিলে, জুম্মার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলবেন, মৌলবাদের বিরুদ্ধে বলবেন, উগ্রবাদের বিরুদ্ধে বলবেন। কারণ ইসলাম কখনো জঙ্গিবাদ, মৌলবাদ ও উগ্রবাদকে সমর্থন করে না। আপনারা খুতবায় ইহকাল ও পরকালের পাশাপাশি সমাজের মাদক নির্মূল করার জন্য মাদকের বিরুদ্ধে বলবেন, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করবেন। এতে সমাজের অনেক কিছু পরিবর্তন হবে। ইমাম ও আলেম ওলামাদের পাশে জেলা পুলিশ সবসময় রয়েছে।
আলোচনা সভা শেষে বিশ্ব শান্তির জন্য দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ভান্ডরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবির।