ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
চিকিৎসায় অবহেলা ঃ খানখানাপুরে অগ্নিদগ্ধ গৃহবধুর হাসপাতালে মৃত্যু
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৫-১৮ ১৫:৫৭:৫৭

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের উজান খানখানাপুর গ্রামে গতকাল ১৮ই মে সকালে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধু মোছাঃ ছালমা বেগম(৪৬) এর মৃত্যু হয়েছে। 

 নিহত গৃহবধু ছালমা বেগম ওই গ্রামের মৃত খোকন গাজীর স্ত্রী।

 ছালমা বেগমের ছেলে পারভেজ গাজী বলেন, আমি ও আমার স্ত্রী পিংকি ঢাকার জুরাইন এলাকায় থাকি। সেখানে আমি কনস্ট্রাকশন সাইটে রাজমিস্ত্রীর কাজ করি। বাড়িতে আমার মা এবং আমার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে সিয়াম ও চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ে শ্রাবন্তী থাকে। সকাল ৭টার দিকে আমার মা রান্না ঘরে রুটি বানাতে যায়। এ সময় অসাবধানতাবশত চুলা থেকে তার পড়নের ম্যাক্সিতে আগুন লেগে পুরো শরীরে আগুন ধরে যায়। আমার মা ছোটাছুটি করলে ইটের ওপর পড়ে গিয়ে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। আমার ছেলে-মেয়ে প্রতিবেশীদের ডেকে আনলে তারা আগুন নেভায়। ততক্ষণে মায়ের শরীরের অনেক অংশ পুড়ে যায়।

 তিনি বলেন, আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আমার বোনের বাড়ি। খবর পেয়ে আমার বোন পারুল দ্রুত এসে আমার মাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমাকে ফোন করলে আমিও ঢাকা থেকে রওনা হই। তবে ফরিদপুর হাসপাতালে নেয়ার পর ডাক্তার ও নার্সরা আমার মায়ের চিকিৎসায় কোন গুরুত্ব দেননি। সকাল সাড়ে ১০টার দিকে আমি ঢাকা থেকে এসে দেখি আমার মা বিনা চিকিৎসায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। দেড় ঘন্টায় শুধু মায়ের মাথায় একটি ব্যান্ডেজ ছাড়া চিকিৎসরা আর কোন চিকিৎসাই দেননি। আমি দ্রুত মাকে ওই হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করতে যাই। তবে হাসপাতাল থেকে নিচে নামানোর পরপরই আমার মা মারা যায়। চিকিৎসকদের অবহেলার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।

 খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(এস.আই) কামরুজ্জামান শিকদার বলেন, আগুনে পুড়ে মৃত্যুর কোন খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ