ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৪-০৫-১৮ ১৫:৫৮:৩৭

 গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিআইবি’র মহাপরিচালক হিসেবে চতুর্থ মেয়াদে নিয়োগ পাওয়া একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক জাফর ওয়াজেদ।

 গতকাল ১৮ই মে দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

 এ সময় পিআইবি’র পরিচালক(প্রশাসন) মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার(ভূমি) সৈকত রায়হানসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

 এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের সংগ্রহশালা, লাইব্রেরীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

 উল্লেখ্য, গত ৭ই মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের(পিআইবি’র) মহাপরিচালক হিসেবে টানা চতুর্থবারের মতো দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

 এর আগে তিনি ২০১৯ সালের ২১শে এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২১ সালের ২০শে এপ্রিল নিয়োগের মেয়াদ শেষ হলে তাকে আরও দুই বছরের জন্য একই পদে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৩ সালের ২৫শে এপ্রিল তাকে পুনরায় এই পদে নিয়োগ দেওয়া হয়। 

 দীর্ঘ সাংবাদিকতা জীবনে জাফর ওয়াজেদ বিভিন্ন সংবাদপত্রে নানা পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত সাংবাদিকতা শুরু দৈনিক সংবাদে। তিনি দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন।

 কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন জাফর ওয়াজেদ। তার পৈতৃক নিবাস একই জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। মোঃ ইছমত আলী ও মোসাম্মৎ রোকেয়া বেগম দম্পতির ৭ সন্তানের মধ্যে জাফর ৬ষ্ঠ।

 তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষার্থী থাকাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ