ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-০৭ ০০:০৪:০৬

আন্তর্জাাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে গত ৫ই মে সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 দিবসটি উপলক্ষ্যে সকালে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি র‌্যালী বের হয়ে সদর হাসপাতালের প্রধান ফলক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

 এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সটাক্টর আরতী রানী শীল। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ইনচার্জ আঁখী তাঁরা, আব্দুল্লাহ আল মামুন ও জেলা পাবলিক হেলথের সহকারী নার্স সেলিনা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা শেষে হাসপাতালের তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

 

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ