ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৭-২৭ ১৫:১৪:৪৬
বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে জুলাই সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে জুলাই সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 
  তারা অনলাইনে জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহে মৎস্য সম্পদের সার্বিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ