রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে জুলাই সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা অনলাইনে জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহে মৎস্য সম্পদের সার্বিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।