ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে এডভোকেসী সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১৮ ১৪:৫৩:১২

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ১৮ই মে সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, অন্যান্যের মধ্যে সাবেক সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ