রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ২০শে মে বিকালে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এর সদর উপজেলা পর্যায়ের খেলা চলাকালে মিজানপুর ইউনিয়ন দলের সমর্থকরা শহীদওহাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু’কে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।