রাজবাড়ীতে ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্য’র ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ২১শে মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে বিচারক, চিকিৎসক, পুলিশ, সিআইডি ও পিবিআই’র সদস্য ও আইনজীবিরা অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কাউন্সিল অব ফরেনসিক সায়েন্স এডুকেটর এর সদস্য কাজী মাহফুজুল হক সুপন এবং সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহুল আমিন।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শফিকুর রহমান ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এটিএম মোস্তফা মিঠু।
হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শফিকুর রহমান বলেন, আমরা পরিবর্তন চাই। পুলিশের জন্য একটা রিক্রোয়েষ্ট থাকবে সুরহতাল করার সময় আপনারা ছবিটা পাঠান। আর ডাক্তারদের অনুরোধ করছি সব জায়গায় পোষ্ট মডেমের যে ছবিটা আছে সেটা ডিজিটাল ফরমাটে হলেও পাঠান। বিচারকরা যে বিচার কাজ করছে অযাচিতভাবে এই বিচারকদের উপর অনেক সমস্যা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিচারটা সুস্থভাবে হচ্ছে না। কিন্তু এই কথাটা বলা হচ্ছে না যে, কি কি সুবিধা পেলে বিচারটা সুস্থ হতো। আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা কাজ শুরু করেছিলাম টিআইবি’র সাথে। সেটা হলো মর্গের মধ্যে লাশগুলো রেফ হয়। আমরা বার বার বলেছি এটা হয়। কিন্তু আমরা শুরুই করতে পারেনি। পরে ঢাকায় দেখা গেলো, ঢাকার যে মর্গ আছে সেখানে একটা মেয়ে লাশও রেফ হওয়া ছাড়া দমদের হাত থেকে রক্ষা পায়নি। এরপর এই কাজটা শুরু হয়েছে রাজশাহীতে। রাজশাহীরটাও ধরা পড়েছে। বাংলাদেশে প্রায় ৯১টা মেডিকেল কলেজ আছে একটা মেডিকেল কলেজেও ভার্চুয়ালি নাই। যদি ভার্চুয়ালি না থাকে তাহলে পোষ্ট মডেম করবেন কিভাবে। দোষ হচ্ছে সব বিচারকের। তাহলে আমাদের বিচারকরা যাবে কোথায়। আমাদের ল’ এয়াররা তাদের ফাইন্ডিং পাবে কোথায়। আমরা যেটা বুঝতে পারছি দিনের শেষে বলা হচ্ছে বিচারহীনতা। বিচারহীনতা অনেক কারণে সৃষ্টি হয়। এটাও একটা কারণ। বিচার বিভাগের জন্য নির্বাহী, পুলিশ ও ল’এয়ারের সমন্বয় প্রয়োজন এবং এই সমন্বয়টা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সাফারিং চলতে থাকবে। আমরা যদি এই বিচার বিভাগকে ভাল জায়গায় নিতে চাই এই সমন্বয়টাকে সামনে নিয়ে আসতে হবে।