ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ও পৌর কাউন্সিলসহ আরো ৩৭জন করোনায় আক্রান্ত॥মোট আক্রান্ত ১১৪৯ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২৮ ১৪:২৫:৫৭
রাজবাড়ী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১১৪৯ জনে উন্নীত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় আশংকাজনকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল ২৮শে জুলাই ৪৮ ঘন্টা পর প্রাপ্ত রিপোর্টে জেলায় আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ জনে।
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ২৮শে জুলাই আরও ৮৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ২৫শে জুলাই নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ৩৭ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। 
  নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৫ জন (৬০টি স্যাম্পলের মধ্যে), পাংশা উপজেলার ১১ জন (২০টি স্যাম্পলের মধ্যে) এবং গোয়ালন্দ উপজেলার ১জন (৩টি স্যাম্পলের মধ্যে) রয়েছেন। 
  গতকাল ২৮শে জুলাই যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন ঃ রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান(৪৫), রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এএফএম শাহজাহান(৬৩), তার সহধর্মিনী ফারজানা জাহান মিনি(৫০) ও কন্যা সাইয়ারা(১৭), সদর হাসপাতালের এ্যাম্বুলেস চালক আব্দুল্লাহ আল মাসুদ(৩৫), সদর উপজেলার রোমিও(১৭), রোজিনা(৫০), সোহেল রানা(৩০), আব্দুল জলিল(৩৩), এনামুল হক(৩০), রোকেয়া কামাল(২০), ইব্রাহীম খলিলুল্লাহ, মোস্তফা কামাল(৫০), ভারতী, তরুণ (৫৩), নূর আলম(২৬), বেবী বেগম(৬৫), আনোয়ারা বেগম(৫৫), মাহবুবুল আলম(৫৫), ফেরদৌস রহমান(৩৮), আব্দুল মতিন(৪৮), প্রদীপ কুমার রায়(৪৫), কামরুল ইসলাম(৪৫), মোশাররফ হোসেন, মাহমুদা বেগম(৫৬), মাহতাব(৪০), পাংশা উপজেলার আব্দুর রহমান(৬২), আবুল কালাম আজাদ(৪০), শাহনাজ(২৮), রাজন সাহা(৩১), মিনতী সাহা(৫০), মনিরুল ইসলাম(৪১), মুকুল মোল্লা(৪৩), নাজমুন নাহার(৩৫), নূরুল ইসলাম(৩৭), মনিরা পারভীন(৪২), নাহিন(২০) এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওমর আলী(৪৫)। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার সিধু সরকার(৩) নামে একটি শিশুর ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে।
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৬ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ৬ হাজার ৩১৪ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ২১১ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫০ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং ১০ জন মারা গেছেন। এছাড়া ২৪ জন হাসপাতালে ভর্তি এবং ৪২৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ