ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২২ ১৫:৪৫:৩০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২২শে মে বিকালে ফরিদপুর শিশু একাডেমী কার্যালয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
  এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও মিতা রাণী দাস, পরিদর্শক জাহিদ হাসান, ফরিদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, প্রতিযোগিতার ৪টি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে (শিশু শ্রেণী থেকে ২য় শ্রেণী) সাফওয়ান হাসান সিনান ১ম, নাওশিন নাওয়ার ২য় ও সাফিকা জান্নাত সাবাবা ৩য়; ‘খ’ গ্রুপে(৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী) দেবমাল্য চক্রবর্তী রোহান ১ম, নুসরাত নাহিয়ান ২য় ও ফাতেমা ইসলাম ৩য়; ‘গ’ গ্রুপে (৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী) শাশ্বতী দাশ ১ম, তনায়া ফাতেমা তন্না ২য় ও মাইশা মালিহা ৩য় এবং ‘ঘ’ গ্রুপে (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অনুর্ধ্ব ১৬ বছর পর্যন্ত) জেরিন ইকবাল বর্ষা ১ম, আয়শা আক্তার বিন্তি ২য় ও সুমাইয়া সুলতানা ৩য় স্থান অধিকার করে। আগামী ৫ই জুন তাদের মধ্যে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হবে।

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ