রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৫জন আসামী গ্রেফতার হয়েছে।
গত ২২শে মে রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ বাজার দাসপট্টি এলাকার আঃ মালেক শেখের ছেলে অহেদুল শেখ(৩৩), দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়ার মৃত কাশেম মন্ডলের ছেলে আঃ খালেক মন্ডল(৫৪), দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার (ঢল্লাপাড়া) মৃত রমজান মুন্সীর ছেলে হান্নান মুন্সী(২৮), আঃ করিম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ এবং উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা এলাকার মৃত হোচেন শেখের ছেলে আঃ করিম শেখ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ২৩শে মে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।