করোনা ভাইরাস মোকাবিলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিটি জেলা ও উপজেলাসহ গ্রাম পর্যায়েও সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮শে জুলাই করোনা মোকাবেলায় বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের জনসচেতনতামূলক সৃষ্টিমূলক কার্যক্রম চোখে পড়ে। করোনার প্রভাবে থমকে যাওয়া অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, খাদ্য সংকট মোকাবেলায় বীজ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয়সহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের সকল কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে সেনাসদস্যরা। অপরদিকে আম্পান সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।