রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৭৪ লক্ষ ৫১ হাজার ১২১ টাকার বাজেট গতকাল ২৮শে মে সকালে ঘোষণা করা হয়েছে।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু’র সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব শংকর কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অন্যান্য অতিথিদের মধ্যে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ইউপি সদস্যগণসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাজেটে ১ কোটি ৭৪ লক্ষ ৫১ হাজার ১২১ টাকা আয়, ১ কোটি ৭০ লক্ষ ৫৯ হাজার ৪৭২ টাকা ব্যয় এবং ৩ লক্ষ ৯১ হাজার ৬৪৯ টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে।