ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-২৯ ১৪:৩৪:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭) এর রাজবাড়ী জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
  গতকাল ২৯শে মে সকালে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শেষে আজ থেকে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হলো। সারা দেশব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করাটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশংসনীয় একটি উদ্যোগ। মাদকের বিরুদ্ধে, উগ্রতার বিরুদ্ধে যুব সমাজকে প্রতিবাদী করতে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সারা বছর মাঠে খেলাধুলা রাখতে হবে। সেই সাথে সাংস্কৃতিক চর্চা করতে হবে। স্মার্ট ফোন ব্যবহার করলে সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।
  এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল হুদা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, জেলা ফুটবল এসোসিয়েশন(ডিএফএ)’র সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, অংশগ্রহণকারী ফুটবল দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা এবং দর্শকগণ উপস্থিত ছিলেন।  
  জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আযোজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী দিনে বালকদের বঙ্গবন্ধু ও বালিকাদের বঙ্গমাতা টুর্নামেন্টের ২টি করে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালকদের খেলায় রাজবাড়ী পৌরসভা দল ১-০ গোলে বালিয়াকান্দি উপজেলা দলকে ও গোয়ালন্দ উপজেলা দল ৪-১ গোলে কালুখালী উপজেলা দলকে এবং বালিকাদের খেলায় পাংশা উপজেলা দল ২-০ গোলে বালিয়াকান্দি উপজেলা দলকে ও রাজবাড়ী পৌরসভা দল ৭-০ গোলে কালুখালী উপজেলা দলকে পরাজিত করে।
  একই স্টেডিয়ামে আগামীকাল ৩১শে মে সকালে ও বিকালে ৪টি সেমি ফাইনাল এবং ২রা জুন বিকালে টুর্নামেন্টের জেলা পর্যায়ের ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ