॥স্টাফ রিপোর্টার॥ দ্রব্যমূল্যের দাম কমানো ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা শাখা।
গতকাল ২রা জুন বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে ও সিপিবি নেতা আব্দুল হালিম বাবুর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসেবে সিপিবি কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক, অন্যান্যের মধ্যে জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও সদর উপজেলা সিপিবির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মানুষ অসহনীয় কষ্টের মধ্যে দিন যাপন করছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মজুতদারদের শাস্তির আওতায় আনতে হবে। রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। ফ্যামিলি কার্ডের সংখ্যা ও পণ্যের পরিমাণ বাড়াতে হবে। দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুঃশাসন হটাতে হবে। ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।