রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা জুন দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল সিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।