বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ৫ই জুন সকালে কলেজের ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়রের সহধর্মিনী কাকলী নজরুল, পৌরসভার কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, রাকাতুল রাইয়া হৃদি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, রাসেল প্রামানিক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি রোহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আহমেদ এবং গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কলেজের গাছের চারা রোপণ করলাম। পর্যায়ক্রমে গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হবে।