॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ৬ই জুন দুপুরে বালিয়াকান্দির ‘চৌধুরী কাঁচা লঙ্কা ফাস্ট ফুড’ নামের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, সদস্য অনিক সিকদার ও বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। কেক কাটার আগে র্যালী অনুষ্ঠিত হয়।