রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরে প্রয়াত অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ী নাগরিক কমিটির ব্যানারে গতকাল গতকাল ৬ই জুন বিকালে রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচী চলাকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোকি শংকর ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি মুনিরুল হক মুনির, বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, এডঃ মাহবুবুর রহমান, লালন বাউল সঙ্গীত একাডেমীর সভাপতি লিয়াকত আলী, রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক বাবলা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্টিনা মারিও রেখা দাস, রাজবাড়ী মিড সাইলাস ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সম্পাদক শুশান্ত রায় প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক জয়দেব কর্মকারের নেতৃত্বে জমি দখলের জন্য ভোলা মাস্টারের বাড়ীতে হামলা, সীমানা প্রাচীর ভাংচুর ও ৩ নারীসহ পরিবারের ৫ সদস্যকে মারপিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান।