মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গতকাল ১৯শে জুন দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-বিনোদপুর কলেজপাড়ার মৃত আক্কাছ মোল্লার স্ত্রী সোনা বেগম(৬৫) এবং নিউ কলোনীর নজরুল শেখের ছেলে মিলন শেখ(৩২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।