ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বালিয়াকান্দিতে মাদক দ্রব্যের অপব্যবহার বিষয়ক কর্মশালা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-২১ ১৬:৩৫:৪৭
বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গতকাল ২১শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেছেন, বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। যুবসমাজের জীবনকে বিপন্ন করে তুলেছে। দিন দিন এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য মাদককে রুখতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 
  গতকাল ২১শে জুন সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়ছার, বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন প্রমুখ বক্তব্য রাখেন। 
  সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মোট ১৫০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ