ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রয়োজন হলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২২ ০৫:০০:১৯
আজ বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রয়োজন হলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু হবে। আমরা একটি প্রকল্প হাতে নেওয়ার আগেই চিন্তা করি—এ প্রকল্প থেকে কী উপার্জন আসবে, মানুষ কতটা উপকৃত হবে। এখন একটা সেতু তৈরি করেছি। আগে সেটা থেকে উপার্জন হোক, তারপর দ্বিতীয়টি চিন্তা করব।

আজ বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এক সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দ্বিতীয় সেতু তৈরি করার পরিকল্পনা রয়েছে। আমরা একটা প্রকল্প হাতে নেওয়ার আগেই চিন্তা করি। এ প্রকল্প থেকে কী উপার্জন আসবে। এখন একটা সেতু তৈরি করেছি আগে সেটা থেকে উপার্জন হোক, তারপর দ্বিতীয়টা চিন্তা করব। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমি যেটা করতে পারব, সেটাই বলি। যেটা বলি, সেটাই করি। শত বাধা-বিপত্তি সত্ত্বেও সেখান থেকে সরে আসি না। সেটার প্রমাণ আমি দিয়েছি।’

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
সর্বশেষ সংবাদ