ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
পন্টুনের র‌্যাম পানিতে ডুবে যাওয়ায় দৌলতদিয়ার ৫নং ঘাট ৫ ঘন্টা বন্ধ
  • দৌলতদিয়া প্রতিনিধি
  • ২০২২-০৬-২২ ১৬:২৪:৫৯

পন্টুনের র‌্যাম পানিতে ডুবে যাওয়ায় দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাট ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। 
 জানা গেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল ২২শে জুন সকালে দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাটের পন্টুনের র‌্যাম ডুবে গিয়ে যানবাহন লোড-আনলোড বন্ধ হয়ে যায়। পরে ফেরী ঘাটের পন্টুন মিড ওয়াটার লেভেল থেকে হাই ওয়াটার লেভেলে ওঠানোর কাজ শেষে ৫ ঘণ্টা পর যানবহন লোড-অনলোডের কাজ আবার শুরু হয়।
  বিআইডব্লিউটিসি’র পন্টুন ইনচার্জ রেজাউল করিম বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সকাল ৭টার দিকে ৫নং ফেরী ঘাটের পন্টুনের র‌্যামে পানি উঠে যায়। পরে পন্টুনটি মিড ওয়াটার লেভেল থেকে হাই ওয়াটার লেভেল করা হয়েছে। এ জন্য ফেরী ঘাটটিতে ৫ ঘন্টা যানবাহন লোড-আনলোড বন্ধ ছিল। 

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট॥অপারেশন ও এক্স-রে সেবা বন্ধ
বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ
পাংশার কসবামাজাইলে দু’পক্ষের গোলযোগে বসত ঘর-দোকানপাটে ভাংচুরের পর লুটপাট
সর্বশেষ সংবাদ