রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৩শে জুন বিকেলে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী লীগ।
মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, রাজবাড়ী জেলায় আওয়ামী লীগ সুসংগঠিত। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করায় দল সুসংগঠিত হয়েছে। দল সুসংগঠিত আছে বলেই দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাংশাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট, রাস্তাঘাট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক উন্নয়নের ফলে মানুষ আজ শান্তিতে বসবাস করছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ, খাদ্যবান্ধব কর্মসূচি, গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মাণ এ সবই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বেরবুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পদ্মা সেতু নিয়ে বিএনপির মিথ্যাচারের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকির দাঁতভাঙ্গা জবাব দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা জনসাধারণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।