রাজবাড়ী জেলার পাংশায় ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা-পুত্র গুরুতর আহত হয়েছে।
গতকাল ২৩শে জুন বিকাল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলাধীন কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের এডঃ মাসুদুল আলম(৪০) ও তার ছেলে অনিক(৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাংশা থানার এসআই দীপঙ্কর জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও মোটর সাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ডাম্প ট্রাকটির চালক পালিয়ে গেছে।