পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে জুন দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পুলিশ লাইন্সে বেলুন ও কবুতর উড়ানোর পর শোভাযাত্রাটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ডিএসবির ডিআইও-১ মোঃ সাইদুল ইসলাম, পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর(আরআই) তোতা মিয়া, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলো, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবুসহ পুলিশ সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।