ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ীতে প্রশাসনের ৪ কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২৬ ১৫:৪২:২৭
শুদ্ধাচার চর্চার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ২৬শে জুন কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাকে শুদ্ধাচার পুরস্কার ও সনদপত্র প্রদান করেন -মাতৃকণ্ঠ।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ২৬শে জুন দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের ৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ বিতরণ করেন। 
  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  পুরস্কার প্রাপ্তরা হলেন- উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে জেলার শ্রেষ্ঠ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, উপজেলা ভূমি অফিস সমূহের প্রধানদের মধ্যে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বেতন গ্রেড ১০-১৬ ক্যাটাগরীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং বেতন গ্রেড ১৭-২০ ক্যাটাগরীতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার দপ্তরী আজাহার আলী। 
  এ পুরস্কার তাদের কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ