ঢাকা বুধবার, মে ১, ২০২৪
ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনার সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-২৮ ১৬:৩৯:৩০

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে জুন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি(নেজারত ডেপুটি কালেক্টর) সাইফুল হুদাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 
  সভায় গত ঈদ-উল ফিতরের আগে অনুষ্ঠিত দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনার সমন্বয় কমিটির সভার রেজুলেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ঈদ-উল ফিতরের সময়ে শুধুমাত্র মানুষ গ্রামের বাড়ীতে আসা-যাওয়া করেছিল। কিন্তু ঈদ-উল আযহার সময়ে মানুষের যাতায়াতের পাশাপাশি কোরবানীর পশুবাহী গাড়ী দৌলতদিয়া ঘাট হয়ে পারাপার হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। বাস মালিকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। ভাড়ার তালিকা টানিয়ে দিবেন। মহাসড়ক ও ঘাট এলাকায় মাহেদ্র-ইজিবাইক চলাচল করতে দেয়া যাবে না। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। তবে পদ্মা সেতু চালু হওয়ায় বরাবরের মতো এবার ততটা চাপ থাকবে না। তারপরও ঘাটের ব্যবস্থাপনা সুন্দর থাকলে অনেকেই এই রুট ব্যবহার করবে।  

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ