রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতা মামুনুর রশিদকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছাত্রদল ও বিএনপি সমর্থিতরা।
এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বরং মামলা করার কারণে নানা রকম হুমকি দিয়ে আসছে আসামীরা।
আহত মামুনুর রশিদ লক্ষীনারায়নপুর গ্রামের মুক্তিযোদ্ধা ওলিউল্লাহ গাজীর ছেলে। সে বানীবহ ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছে।
ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ জানান, গত ১৭ই মার্চ লক্ষীনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকানে টিভিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান দেখার সময় একই গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাহ হোসেন বঙ্গবন্ধুকে নিয়ে নানা কুটুক্তি করে। এ সময় তার(মামুনুর রশিদের) বড় ভাই মোস্তফা কামাল সেলিম প্রতিবাদ করলে বিল্লাল তাকে মারপিট করার চেষ্টা করলে স্থানীয়রা সেলিমকে রক্ষা করে।
পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করার জেরে মোস্তফা কামাল সেলিম আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা করার কথা শুনে বিল্লাল হোসেন আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং নানা ধরণের হুমকি প্রদান করে। এ জের ধরে গত ২২শে এপ্রিল বিকেলে মামুনুর রশিদ ও তার ভাই মিরাজুর রহমান মোটর সাইকেলযোগে বাড়ী থেকে বানীবহ বাজারে যাওয়ার পথে বৃচাত্রা গ্রামস্থ শ্মশানের পাশে পৌছামাত্রই বিল্লাল হোসেনের হুকুমে ৭/৮জন তাদের ওপর হামলা করে। এ সময় তারা মামুনুর রশিদের ডান পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।
এ ঘটনায় মামুনুর রশিদের বড় ভাই মোস্তফা কামাল বাদী হয়ে গত ৩রা মে রাজবাড়ী থানায় বিল্লাল হোসেনসহ ৭জনের নামে মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৩। ধারাঃ ১৪৩/৩৪১/৩২৫/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোর্ড। আসামীরা হলো ঃ লক্ষীনারায়নপুর গ্রামের বিল্লাল হোসেন(৩৫), লিটন মিয়া(৩৫), আলমগীর মিয়া(৩৭), নুরুল আমিন মিয়া(৪০), সাদ্দাম মিয়া(২৫) মোহাম্মদ আলী মিয়ার ছেলে রিমন মিয়া(২৫), বেনু কসাইয়ের ছেলে ফরিদ মিয়া (৩০)সহ অজ্ঞাত ৪/৫জন।
মামলার বাদী মোস্তফা কামাল বলেন, থানায় মামলা করার পরও আসামীরা আমাদেরকে নানা ধরণের হুমকি দিচ্ছে। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।
মামুনুর রশিদের পিতা ওলিউল্লাহ গাজী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করার জেরে আমার ছেলেরা প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন আমার ছেলে মামুনুর রশিদকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার পরও আসামীদের গ্রেফতার করা হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।