ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশার কসবামাজাইল ইউপিতে বিট পুলিশিং-এর সভা অনুষ্ঠিত
  • শামীম হোসেন
  • ২০২২-০৭-০২ ১৪:৫১:৫৫
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে গতকাল ২রা জুলাই দুপুরে বিট পুলিশিং সভায় থানার ওসি মাসুদুর রহমান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে গতকাল ২রা জুলাই দুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা থানার আয়োজনে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা থানার ওসি মাসুদুর রহমান, অন্যান্যের মধ্যে কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার ও পাংশা থানার এসআই মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথির বক্তব্যে পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, পুলিশী সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছে। সহজেই পুলিশী সেবা পাচ্ছে। তিনি অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ