ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনার সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-০৫ ১৬:০৮:০৪

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনার সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজা, আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ফরিদপুর বাস মালিক সমিতির প্রতিনিধি, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। 
  সভায় জানানো হয়, ঈদ-উল আযহার সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরী ও ২২টি লঞ্চ দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে। প্রয়োজনে আরও ফেরী বাড়ানো হবে। পদ্মা সেতু চালু হওয়ায় বিগত বছরগুলোর মতো এবার যানবাহন ও যাত্রীর চাপ কম থাকবে বিধায় নির্বিঘ্নেই পারাপার করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারীদের পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারে কঠোর নজরদারী থাকবে। বাস মালিকদের ভাড়া তালিকা টানিয়ে রাখতে হবে। ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ