ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে পৌরসভার ইউজার ও ইউপি সচিবদের সাথে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৭-০৬ ১৪:৫৪:৫১

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই জুলাই বিকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে পৌরসভার ইউজার/ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

   প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান পৌরসভার ইউজার/ইউপি সচিবদের উদ্দেশ্যে সঠিকভাবে জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ করার নির্দেশনা দিয়ে বলেন, সেবা গ্রহীতাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাসি মুখে যত দ্রুত সম্ভব সেবা দিতে হবে। অহেতুক মানুষকে ঘুরানো যাবে না। আইনের বাইরে গিয়ে কোন কাজ করা যাবে না। জন্ম নিবন্ধন করার সময় বানান ভালোভাবে দেখে নিতে হবে। ইউএনওদের সাথে যোগাযোগ রাখতে হবে।

  সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমান শেখ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনান্য জেলার জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন চলতি জুলাই মাস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানান। 

  এছাড়াও সভায় অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কাজের ভালো পারফরমেন্সের জন্য ৩টি ইউনিয়ন পরিষদকে(যথাক্রমে পাংশা উপজেলার হাবাসপুর এবং রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও খানগঞ্জ) স্বীকৃতি সনদ প্রদান করা হয়। স্ব স্ব ইউপি সচিবগণ এই সনদ গ্রহণ করেন।  

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ