যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে ও পরে ৭দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটর সাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং। এমন নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু এই নির্দেশনা মানছে না মোটর সাইকেলের চালক ও রাইড শেয়ারিংকারীরা। মহাসড়কে কোন রকম আইনী ঝামেলা ছাড়াই তারা চলাচল করছে নির্বিঘ্নে।
অন্যদিকে, অনেক আগে থেকেই উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে মহাসড়কে থ্রি-হুইলার (মাহেন্দ্র) চলাচলের উপর। সেটিও মানছে না কেউ। এদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপও গ্রহণ করছে না হাইওয়ে পুলিশ।
গতকাল ৮ই জুলাই সকালে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলাধীন অংশে এমন চিত্র চোখে পড়েছে। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরী ও লঞ্চের যাত্রীদের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনের মহাসড়ক থেকে তুলে নিয়ে তারা ছুটছে বিভিন্ন গন্তব্যে। এই থ্রি-হুইলারের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত ৭ই জুলাই ভোরে রাজবাড়ী শহরের বড়পুল মোড় এলাকার বাস মালিক সমিতির সামনে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে ২জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আরেক যাত্রী গুরুতর আহত অবস্থায় বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কীভাবে মহাসড়কে থ্রি-হুইলার চালাচ্ছেন- এমন প্রশ্ন করলে চালকরা অপারগতা প্রকাশ করেন।
সরেজমিনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে দেখা যায়, প্রিয়জনদের সাথে ঈদ করতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী ছেড়ে সপরিবারে গ্রামে ফিরছে মোটর সাইকেল চালকরা। প্রতিটি মোটর সাইকেলেই রয়েছে একাধিক আরোহী। অনেক মোটর সাইকেলে রয়েছে নারী-শিশুরা। জীবনের ঝুঁকি নিয়েই তারা গ্রামে ফিরছে।
একাধিক মোটর সাইকেল চালক বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা আমাদের মেনে চলা উচিত। কিন্তু কী করবো বলেন। গ্রামে তো ফিরতেই হবে। ঝুঁকি থাকলেও গণপরিবহণের ঝামেলা এড়াতে মোটর সাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছি।
গোয়ালন্দ মোড়স্থ আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলার কোন সুযোগ নেই। এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। গতকালও বেশ কিছু মাহেন্দ্র’র বিরুদ্ধে মামলা দিয়েছি। বিষয়টি দেখছি।
মোটর সাইকেল চলাচলের বিষয়ে ওসি বলেন, মোটর সাইকেল চলছে এটা সঠিক। তবে সেগুলো জেলারই। যদি বাইরের জেলারও হয়ে থাকে সেটা আমরা কিভাবে প্রমাণ করবো।