পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গতকাল ৯ই জুলাই দুপুরে দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী তামান্নুর মোস্তারীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন ও তার সহধর্মিনী ফেরদৌসি ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) শাহনেওয়াজ রাজু ও তার সহধর্মিনী সোনিয়া শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীর সহধর্মিনী তাসনিমা ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবি’র ওসি প্রাণবান্ধু চন্দ্র বিশ্বাস, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ সাইদুর রহমানসহ পুনাক সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী মধ্যে ছিল (জনপ্রতি ২ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাওয়ের চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি ও ২৫০ গ্রাম সেমাই।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পুনাক একটি কল্যাণধর্মী সংগঠন-যেটি আমাদের পুলিশ সদস্যদের সহধর্মিনীদের দ্বারা পরিচালিত। সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রম প্রশংসিত হচ্ছে। যারা সমাজে পিছিয়ে আছে তাদের পাশে সবার এগিয়ে আসা উচিত।