ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে কবি রশীদ আল কামালের দুইটি কাব্যগ্রন্থের পাঠোন্মোচন ও বর্ষাবরণ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৩ ১৫:৫৩:৪৬

সাংস্কৃতিক সংগঠন ‘পঞ্চভাস্কর’ এর আয়োজনে গতকাল ১৩ই জুলাই সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি রশীদ আল কামালের ২টি কাব্যগ্রন্থের পাঠোন্মোচন ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে। 

  বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক প্রফেসর ড. ফকীর আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রফেসর শংকর চন্দ্র সিনহা, কবি সালাম তাসির, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, অসীম কুমার পাল, ইকবাল হোসেন ও লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পঞ্চভাস্কর-এর সাধারণ সম্পাদক রশীদ আল হেলাল। 

  এছাড়াও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পাঠোন্মোচনকৃত কাব্যগ্রন্থ ২টির লেখক কবি রশীদ আল কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম।

  অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রফেসর ড. ফকীর আবদুর রশীদ, গোলাম মোর্তজা সাগর, নাসরিন শিরিণ আক্তার ও ইয়াকুব হোসেন। সঙ্গীত পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস মিমি, নাসরিন আক্তার, শওকত হোসেন ও প্রীতি। 

  উল্লেখ্য, অনুষ্ঠানে পাঠোন্মোচনকৃত কবি রশীদ আল কামাল রচিত কাব্যগ্রন্থ ২টি হলো-‘শ্রাবণ মেঘে জলতরঙ্গ’ ও ‘শূন্যতার ছায়া’। এর মধ্যে ‘শ্রাবণ মেঘে জলতরঙ্গ’ ঢাকার ‘এবং মানুষ’ প্রকাশনী থেকে ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। অপরটি ‘শূন্যতার ছায়া’ ঢাকার অভিযান প্রকাশনী থেকে চলতি বছরের একুশে বইমেলায় প্রকাশিত হয়। ২টি বইতেই ৪০টি করে কবিতা রয়েছে। রাজবাড়ীর শামীম লাইব্রেরী ছাড়াও রকমারি ডটকমে বই ২টি পাওয়া যাচ্ছে।   

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ