রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় গতকাল ১৯শে জুলাই বিকালে মানিক হালদার নামে এক জেলের জালে ২১ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর উন্মুক্ত নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৪শত টাকা কেজি দরে ২৯ হাজার ৪শত টাকায় মাছটি কিনে নেন।