রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ২০শে জুলাই বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে দর্শনার কেরু কোম্পানীর ১২ বোতল মদসহ আক্তার শেখ (২৭)কে গ্রেফতার করেছে। 
  জানা গেছে, রাজবাড়ী ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার শেখ মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মানিক শেখের ছেলে। 
  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    