ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে বালিয়াকান্দির নারুয়ার বেকারী ও ওষুধের দোকানের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-২০ ১৪:৪৫:০৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ২০শে জুলাই বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ১টি বেকারী ও ২টি ওষুধের দোকানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ১টি বেকারী ও ২টি ওষুধের দোকানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২০শে জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অবৈধ কেমিকেল ব্যবহারে দায়ে মায়ের দোয়া বেকারীকে ৫ হাজার টাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে সাহেরা মুজিব মেডিকেল হলকে ৩হাজার ও বাংলাদেশ মেডিকেল হলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। 
  বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন