করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ এবং ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম।
জানা গেছে, সাংবাদিক রবিউল ইসলাম গত ২ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। ৫ আগস্ট দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে।
সাংবাদিক রবিউল ইসলাম বলেন, আমি সুস্থ আছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
জেলার গণমাধ্যমকর্মীরা তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, খন্দকার রবিউল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি ‘মানবিক রাজবাড়ী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে আসছেন। দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে রাজবাড়ী রেল স্টেশনে আটকা পড়া শ্রমিকদের মধ্যে বিণামূল্যে খাবার বিতরণ, এক টাকায় খাবার বিতরণ, হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণসহ বিভন্ন সেবামূলক কাজ করে আসছেন সাংবাদিক রবিউল ইসলাম এবং তার সংগঠন মানবিক রাজবাড়ী।