ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-০৮ ১৫:০৪:৫৬
রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ৮ই আগস্ট দুপুরে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভায় সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই আগস্ট দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে কমিটর সদস্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এনডিসি সাইফুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, আব্দুল জলিল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মীর মাহ্ফুজা খাতুন মলি প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
  আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানানো হয়। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ