ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জ্বালানী তেলের দাম কমানোর দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০৮-০৯ ১৬:৪২:৪৮
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে গতকাল ৯ই আগস্ট বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন মিলেনিয়াম মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথ সমাবেশ অনু

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ দেশ বাঁচাও, কৃষক বাঁচাও-সার ও কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৯ই আগস্ট বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
  বিক্ষোভ কর্মসূচীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ¦ নূর মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক মূফতী গোলাম কবীর মাসুম, যুব আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাব্বির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আ. রহিম আল মাহমুদ সুমন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হুসাইন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
  বিক্ষোভ মিছিলটি ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা কার্যালয় থেকে শুরু হয়ে প্রেসক্লাব সংলগ্ন মিলেনিয়াম মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথ সমাবেশ শেষে রেলগেট চত্ত্বর হয়ে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। কার্যালয়ের সামনে দোয়ার আয়োজন করলে পুলিশ বাঁধা দেয়।
  নেতাকর্মীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী ছিল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ শেষ করে কার্যালয়ের সামনে এসে দোয়া করতে গেলে পুলিশ বাঁধা দেয়। পরে আমাদের কার্যালয়ের ভিতরে দোয়া সম্পন্ন করা হয়।
  রাজবাড়ীর সদর থানার এস.আই মোঃ বোরহান উদ্দিন বলেন, কর্তৃপক্ষ নিষেধ করেছে তাই আমি নিষেধ করেছি। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ