ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটিতে পদ পুনর্বিন্যাস
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-১১ ১৪:২৯:১৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটিতে পদ পুনর্বিন্যাস করা হয়েছে। 
  গতকাল ১১ই আগস্ট সকাল ১০টায় সমিতির সাধারণ সভায় কমিটির ৫টি পদে পুনর্বিন্যাস করা হয়। এতে আব্দুল আলীম মুন্সী সাধারণ সম্পাদক, জালাল মন্ডল সহসাধারণ সম্পাদক, আব্দুল হান্নান, মাসুদ রানা ও আব্দুর রশিদ বিশ্বাস সদস্য পদ লাভ করেছেন।
  পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি মাসুদ আলী বাদশার সঞ্চালনায় সাধারণ সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ সুজন, কোষাধ্যক্ষ  রেজাউল করিম, সহ-কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বাবলু, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম এবং নতুন পদ পুনঃর্বিন্যাসকৃত নেতৃবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
  পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি মাসুদ আলী বাদশা জানান, ওবায়দুল হক খান টিপু সাধারণ সম্পাদক পদ থেকে এবং আব্দুর রশিদ(সরিষা), অতুল সরকার ও আব্দুস সালাম সদস্য পদ থেকে পদত্যাগ করায় সমিতির কমিটিতে পদ পুনর্বিন্যাস করা হয়েছে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ