রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১১ই আগস্ট সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল আলম ও প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাসবাদ, গুজব-অপপ্রচারসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।