লোকসানের মুখে পড়েছে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পাট চাষীরা। উৎপাদনে অতিরিক্ত খরচ ও বাজারে দাম কম হওয়ায় তারা বিপাকে পড়েছে। 
  আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের পাট চাষী খোকন শেখ বলেন, এবার জমি প্রস্তুত থেকে শুরু করে সার, বীজ, শ্রমিক, সেচ, কাটা, জাগ দেয়া, শুকানো, পরিবহন খরচ সবকিছুতেই তুলনামূলক অনেক বেশী খরচ হয়েছে। কিন্তু সে অনুযায়ী বাজারে পাটের দাম পাওয়া যাচ্ছে না। তাই লোকসানের মুখে পড়তে হয়েছে। 
  একই গ্রামের কৃষক আলী হোসেন বলেন, একজন শ্রমিকের মজুরী দিতে হচ্ছে ৮শত টাকা। উৎপাদন খরচের তুলনায় বাজারে পাটের দাম অনেক কম। তাই শ্রমসহ সবকিছুর হিসাবে লোকসানই হচ্ছে।
  ইন্দ্রনারায়ণপুর গ্রামের চাষী আকমল শেখ বলেন, বৃষ্টি কম হওয়ায় অতিরিক্ত সেচ দিতে হয়েছে। এর পাশাপাশি অন্য সব খরচও বেশী হয়েছে। পানি না থাকায় পুকুর/জলাশয় ভাড়া নিয়ে পাট জাগ দিতে হয়েছে। এরপর আবার উৎপাদন খরচের তুলনায় কম দামে পাট বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে। উৎপাদন খরচের সাথে সমন্বয় করে পাটের উপযুক্ত বাজার মূল্য নির্ধারণের অনুরোধ জানাচ্ছি।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    