মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেনের ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ই আগস্ট দুপুরে বাদ জোহর প্রথমে গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ানো হয় এবং বিকালে গোয়ালন্দ পৌর এলাকায় রিক্সা-ভ্যানের চালকসহ গরীব-অসহায়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।