ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীর লাড়িবাড়ী বাজারের ২টি ওষুধের দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-২০ ১৬:৫৪:১৯
ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ২০শে আগস্ট কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ২টি ওষুধের দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ২টি ওষুধের দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২০শে আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ এবং প্রতিশ্রুত সেবা না দেয়ায় লাড়িবাড়ী বাজারের বিশ্বাস ফার্মেসীকে ৩হাজার টাকা ও আর.জি মেডিকেল হলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ